The difference between a child with autism and a naturally growing baby:
অটিজম আক্রান্ত শিশুর বৈশিষ্ট্য (Characteristics of a child with autism):
অটিজম যদিও বিকাশের প্রতিটি ক্ষেত্রকেই প্রভাবিত করে, তবে এর ফলে শিশুর সামাজিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতাই সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় । অটিজম নির্ণয় করার ক্ষেত্রে বিশেষজ্ঞরা শিশুর তিনটি মূল বৈশিষ্ট্যের উপর জোর দেন যেগুলোর কমপক্ষে একটি অথবা সবগুলোই উপস্থিত আছে বলে নিশ্চিত হলেই পরে শিশুটিকে অটিজম আক্রান্ত বলে ধরে নেয়া হয়: (more…)
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের প্রাথমিক লক্ষণ:
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে (এএসডি) আক্রান্ত শিশুদের মধ্যে খুব অল্প বয়স থেকেই বিকাশগত পার্থক্য দেখা যায়। বিশেষ করে ভাষা এবং সামাজিক দক্ষতা বিকাশের ক্ষেত্রে এই পার্থক্যগুলি লক্ষ করা যায়। যেহেতু তারা স্বাভাবিক ভাবেই বসে, হামাগুড়ি দেয় এবং সময় মতো হাঁটতে শিখে, তাই অঙ্গভঙ্গির বিকাশ, খেলার ধরন যেমন-পুতুল নিয়ে খেলা, পুতুলকে খাওয়ানো, গোসল করানো ইত্যাদি এবং সামাজিক ভাষা বিকাশে পার্থক্য নজরে নাও পরতে পারে। (more…)
How do I know when my child is ready to start toilet training?
আমি কীভাবে জানতে পারব কখন আমার সন্তান টয়লেট প্রশিক্ষণের জন্য প্রস্তুত হবে?
বেশিরভাগ ছেলেমেয়ে ২৪ থেকে ২৭ মাসের মধ্যে টয়লেট প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুত হয়, কিন্তু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আগে বা পরে প্রস্তুত প্রক্রিয়া শুরু হয়।
টয়লেট প্রশিক্ষণের জন্য সঠিক সময় হয়েছে কিনা তা জানার জন্য আপনার সন্তানের এইসব বৈশিষ্ট্যগুলি খেয়াল রাখুন: (more…)
অটিজম শিশুর আত্মজীবনী…!!!
আমিও একজন শিশু। অটিজম আমার ব্যক্তিত্বের একটি অংশ মাত্র, আমার পুরো স্বত্ত্বাটাই অটিস্টিক নয়। তোমাদের যেমন চিন্তা-ভাবনা, পছন্দ-অপছন্দ, কল্পনা-স্বপ্ন, ভয়-ভীতি রয়েছে আমারও তাই রয়েছে। তোমারও সীমাবদ্ধতা থাকতে পারে । তুমি মোটা হতে পারো, চোখে কম দেখতে পারো, তোমার একটি পা ছোট হতে পারে; প্রথম দেখাতে এভাবেই তুমি আমার চোখে পড়বে। তাই বলে সেটাকেই আমি তোমার সবটুকু মনে করি না। তোমরা বড়, নিজেদের আবেগ এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারো। আমি অতটা পারি না। (more…)
Occupational Therapy’s role in Autism Management
অকুপেশনাল থেরাপি কি?
সাধারণ অর্থে অকুপেশন বলতে আমরা মানুষের যে কোন পেশাকে বুঝে থাকি। কিন্তু, অকুপেশনাল থেরাপিতে অকুপেশন মানে একজন ব্যক্তির সব ধরনের কাজ যেমন: দৈনন্দিন কাজ-খাওয়া, জামাকাপড় পরা, হাঁটা, গোসল করা, চুল আঁচড়ানো; বিনোদনমূলক কাজ যেমন- খেলাধূলা করা, গল্পের বই পড়া, বাগান করা, টিভি দেখা, ছবি আঁকা; পেশাগত কাজ যেমন- একজন শিক্ষকের কাজ পড়ানো, ড্রাইভারের কাজ গাড়ি চালানো, দোকানদারের কাজ দোকানদারি করা ইত্যাদিকে বোঝানো হয়। (more…)
When does your child need Speech and Language Therapy?
কখন বুঝবেন আপনার শিশুর স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দরকার ?
শিশুরা বিভিন্ন ভাবে কথা/ভাষা শিখে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ নিয়ম/মাইলফলক (Developmental milestone) অনুসরণ করে। যদি আপনার সন্তানের গড় বয়স কয়েক সপ্তাহ হওয়ার পরও যোগাযোগের/ভাষা বিকাশের সাধারণ নিয়মের সাথে সামঞ্জস্য না হয় তাহলে থেরাপিষ্ট/ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনি হয়তো ভাবতে পারেন এটা কিছুনা, শিশুরা একটু দেরিতেই শিখবে। কিন্তু আপনার এই চিন্তা-ভাবনা-টাই আপনার শিশুকে পিছিয়ে দিতে পারে অনেকখানি, যাকিনা পরবর্তীতে আপনার সন্তানের ভাষা বিকাশে বিলম্ব হওয়ার কারণ হয়ে দাড়াতে পারে।
একটি কথা মনে রাখবেন, শিশুর ভাষা বিকাশের জন্য নির্দিষ্ট সময়সীমা ও তালিকা রয়েছে। এক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় (more…)
Top 10 Tips to Improve Speech & Communication Skills at home
Speech therapy doesn’t stop when your child comes home. Speech therapy should be an ongoing, continuous practice and that includes inside the home. By continuing what your child is learning in speech therapy at home on a daily basis, you will not only see faster results, but it will also make your child more confident in what he is learning and accomplishing.
First step to improving communication skills at home is to talk—a lot! (more…)